OrdinaryITPostAd

শিশুদের ঘন ঘন সর্দি ঠান্ডায় করণীয়

সারা বছর ঠান্ডা ও সর্দি হওয়া সবচেয়ে বেশি হওয়া  রোগ গুলোর একটি। ঠান্ডা লাগা বা সর্দির বেশ কিছু সাধারন উপসর্গ থাকে যেগুলো শিশু ও প্রাপ্তবয়স্কদের এরকম ঘন ঘন সর্দি ও ঠান্ডা লাগার কারণ কিন্তু এলার্জি। ভাইরাস সংক্রমণ থেকেও এই সমস্যা হয় এছাড়া এলার্জিক রায়নাইটিস ও আবহাওয়ার কারণে এরকম রোগ হয়ে থাকে

এলার্জিক রাইনাইটিস দুই ধরনের। এক.সিজেনাল রাইনাইটিস। দুই. পেরেনিয়াল রাইনাইটিস।সিজিনাল রাইনাইটিসেই শিশুর আক্রান্ত হওয়ার কারণ ধুলো ফুলের রেনু। পেরেনিয়াল রায়নাইটিস ঘরে জমে থাকা ধুলো সঙ্গে বিভিন্ন ফাঙ্গাস পতঙ্গ যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ ক

সূচিপত্রঃশিশুদের ঘনঘন সর্দি ঠান্ডায় করণীয়

  • শিশুদের ঘনঘন সর্দি ঠান্ডায় করণীয়
  • কি কারনে ঠান্ডা ঔ সর্দি লাগে
  • কিভাবে বুঝবেন ঠান্ডা বা সর্দি লেগেছে কিনা
  • ঠান্ডা বা সর্দি লাগার কারণ
  • ঠান্ডা বা সর্দি লাগলে যেভাবে চিকিৎসা নিবেন
  • ঠান্ডা লাগার প্রতিকার

  • শিশুদের ঘনঘন সর্দি ঠান্ডায় করণীয়

কোন খাবার থেকে এলার্জি হলে সেই খাবার না খাওয়ানো। বাইরে থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টে হাত মুখ ও পা ধুয়ে দেওয়া। ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই জন্য ঠান্ডা বা সর্দির সময় শিশুকে যথেষ্ট বিশ্রাম বা ঘুম পাড়িয়ে রাখলে ভালো হয় ইত্যাদি। 

  • কি কারনে ঠান্ডা ঔ সর্দি লাগে

সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের বছরে ০৪ থেকে ০৬ বার এবং শিশুদের বছরে ১০ থেকে ১২ বার জ্বর সর্দি হওয়ার স্বাভাবিক। যেহেতু সর্দি জ্বর বা ঠান্ডা লাগার কারণ ভাইরাস সংক্রমণ। আবহাওয়া পরিবর্তনের সময় এ ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত হওয়ার মতো পরিবেশ পায় বলে শিশুদের সর্দি দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পাই এবং আক্রান্ত হয়। সর্দি জ্বর সংক্রমিত থাকা অবস্থায় নাসা রন্দের ভিতরে মিউকাস  লাইনিং অতিক্রম করে প্রবেশ করে সংক্রমণকারী জীবানু।এর ফলে নাসারন্দের ভিতর অতিরিক্ত সর্দি জমা হয় ডাক্তারি শাস্ত্রে যেটিকে রাইনোরেয়া বলে।

  • কিভাবে বুঝবেন ঠান্ডা বা সর্দি লেগেছে কিনা  

শিশুর সর্দি ও ঠান্ডা লাগার সমস্যা দীর্ঘদিন ধরে হলে এর কারণ এলার্জি কি না বুঝতে কিছু পরীক্ষা  করে নেওয়া জরুরী।এলার্জিক রায়নাইটিস ঠান্ডা সর্দি হলে দেখতে হবে এর সঙ্গে চোখ চুলকানো,অ্যাজমা,চোখ লাল হয় কিনা, গায়ে চুলকানি, নাকে কোন সমস্যা এবং পরিবারের কারো এ ধরনের এলার্জি আছে কিনা। পরিবারের কারো এ সমস্যা থাকলে বাচ্চার হতে পারে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে দেখে নিতে হবে কি কারনে শিশুর এ ধরনের সমস্যা হচ্ছে।

  • ঠান্ডা বা সর্দি লাগার কারণ

এলার্জিস শরীরের সংস্পর্শে এলে হিস্টামিস কেমিক্যাল নির্গত হয়। অতিমাত্রায় নিঃসৃত হলে তা থেকে এলার্জিক রায় নাইটিস হয়। ভাসমান ধূলিকণা, ঘরে জমে থাকা ধুলো, তেলাপোকা, বিভিন্ন ফুলের রেনু, পশুপাখির পশম,কটনডাস্ট ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন রকমের খাবার থেকে এবং জিনঘটিত কারণে শিশুরা আক্রান্ত হয়ে থাকে।


  • ঠান্ডা বা সর্দি লাগলে যেভাবে চিকিৎসা নিবেন

দেরিতে চিকিৎসা শুরু করলে এলার্জির রাইনাইটিস থেকে অ্যাজমা কিংবা এলার্জিক ডাসাটাইটিস হয়। যদি এক মাসের উপরে সর্দি ও ঠান্ডা থেকে যায় তাহলে চিকিৎসকের কাছে গিয়ে পারিবার ইতিহাস শরীরের অন্য অসুখ হয়েছিল কি না ও কেমন পরিবেশে রোগী থাকে সব কিছু জানাতে হবে। তখন লক্ষণ অনুযায়ী চিকিৎসক চিকিৎসা দিবেন ও অন্যান্য ওষুধ দিবেন এবং এলার্জি ধরা পড়লে চিকিৎসক স্পেসিফিক ইমিউনো থেরাপি দিবেন।এতে করে অনেক দিন চিকিৎসা চলতে পারে।

  • ঠান্ডা লাগার প্রতিকার


বাইরে বের হওয়ার সময় শিশুকে মাক্স  পড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় সঙ্গে ওয়েট টিস্যু নিয়ে বের হওয়া এবং কিছুক্ষণ পরপর শিশুর মুখ মুছে দিতে হবে। ঘরের কার্পেট, বিছানার তোষক পরিষ্কার রাখা। যদি ফুলের রেনু থেকে এলার্জি হয় তাহলে এসব স্থান পরিহার করা।কোন খাবার থেকে এলার্জি হলে সেই খাবার না খাওয়ানো। বাইরে থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টে হাত মুখ ও পা ধুয়ে দেওয়া। ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজেই ঠান্ডা বা সর্দির সময় শিশুকে বিশ্রাম দিলে বা ঘুম পাড়িয়ে রাখলে শিশু দ্রুত সুস্থ হয়ে যায়। প্রয়োজনে এ সময়ে শিশুকে তরল খাবার খাওয়ানো। প্রচুর পরিমাণ পানি বা ফলের রস পানের মাধ্যমে পানি শূন্যতা রোধ করলে ঠান্ডা থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪